,

হবিগঞ্জে কালের কণ্ঠের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ দেশের সমস্যা আর সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ট আর সৃজনশীল সংবাদ প্রকাশ করে সকলের আস্থা অর্জন করে দেশের শীর্ষ সংবাদ পত্র হিসাবে নিজের অবস্থান করে নিয়েছে জনপ্রিয় সংবাদ পত্র কালের কণ্ঠ। ৬ বছর সময়কালে দেশের উন্নয়নের পথ প্রদর্শক হিসাবেও কাজ করে সংবাদপত্রটি। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির যে সম্ভাবনা তাকে বাস্তবে রুপ দিতে কালেরকণ্ঠকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। হবিগঞ্জে কালের কণ্ঠের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও সুধীজনরা এ প্রত্যাশা ব্যাক্ত করেন। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কালের কণ্ঠের পাঠক ফোরাম কতৃক আয়োজিত প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রুকন উদ্দিন, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আমীর হোসেন, সাবেক সভাপতি শামীম আহছান, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, শুভ সংঘের সভাপতি রুমা মোদক ও কালের কণ্ঠের বিজ্ঞাপন প্রতিনিধি টিপু চৌধুরী। পরে প্রধান অতিথি এমপি আবু জাহির কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


     এই বিভাগের আরো খবর