,

নবীগঞ্জে গরীব ও দুস্থদের মাঝে অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের আব্দা সরকারী বিদ্যালয়ে ও গহরপুরে মহাদেবের দোকান সংলগ্ন স্থানে অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। অলিমা মফিজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ইনভেস্টসেন্ট ব্যাংকার, শিক্ষানুরাগী শিল্প উদ্যোক্তা, সমাজ সেবক, বিএ (অনার্স) এফসিসিএ, এমবিএ শেখ মহি উদ্দিন জাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পারলেক্স এর প্রধান নির্বাহী মিনহাজ সামাদ চৌধুরী, আঞ্চলিক পরিচালক নোমান আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর সাইদুল হাসান চৌধুরী মিজান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। ৭নং করগাঁও ইউ/পির চেয়ারম্যান ছাইম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ৯নং বাউসা ইউ/পির মেম্বার সাদিকুর রহমান শিশু, সাবেক মেম্বার জয়নাল আবেদীন। মজিদুর রহমান মজিদ, আবু সিদ্দিক, ব্র্যাক নবীগঞ্জ শাখার ম্যানেজার মিজবাহ উদ্দিন, গৌর মনি সরকার, দিলাল মিয়া, দিলু মিয়া, মহাদেব, জাকির মিয়া, এমকে হুমায়ূন কবির মুরাদ, এহিয়া, হুমায়ূন চৌধুরী, সোহান, জাহান, সাইফুর রহমান প্রমুখ। উক্ত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন আগামীতে তিনি এরকম গরীব অসহায় মানুষকে সার্বিক সহযোগিতাসহ দারিদ্র বিমোচনে অলিমা মফিজ ফাউন্ডেশন কাজ করে যাবে এতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই অলিমা মফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মহি উদ্দিন জাহেদ কে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান। তিনি বলেন, অলিমা মফিজ ফাউন্ডেশন এর সকল দারিদ্র বিমোচনের কার্যক্রমকে সফল ও স্বার্থক করার জন্য তিনি সব ধরণের সহযোগিতা করে যাবেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম ও সমাজ সেবক মজিদুর রহমান মজিদ।


     এই বিভাগের আরো খবর