,

মাধবপুর পাঁচ পীরের মাজারে পুতুল নাচের আড়ালে চলছে অশ্লীল নৃত্য

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে অবস্থিত হযরত সৈয়দ আব্দুল মালেক (রঃ) প্রকাশ্যে পাঁচ পীর মাজারে ২৫৫ তম বার্ষিক ওরশ মাহফিলে এক শ্রেণীর লোক পুতুল নাচের আয়োজন করেছে বলে জানা গেছে। এখানে পুতুলে নাচের আড়ালে চলছে নগ্ন নৃত্য। যা উঠতি বয়সের যুবকদের বিপদগামী করে তুলছে। গত রোববার থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত চলবে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রভাবশালী ও রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী এ পুতুল নাচের আয়োজন করেছে। পুতুল নাচের আড়ালে নগ্ন নাচ দেখতে সন্ধ্যার পর থেকে লোকজন প্রাইভেটকার, মোটার সাইকেল নিয়ে মেলা স্থলে ভিড় করছে। আয়োজকরা অত্যান্ত চতুরতার ভিতর দিয়ে নগ্ন নাচ দেখাচ্ছে। ভিতরে গিয়ে ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ করে দিয়েছেন। এতে করে যে কেউ সহজেই ছবি কিংবা ভিডিও করতে পারে না। মেলার পুতুল নাচ দেখতে প্রবেশ ফি ২০ টাকা, চেয়ারে বসে দেখতে হলে লাগবে ৫০ টাকা। প্রতিদিন কয়েক হাজার লোক এই পুতুল নাচ উপভোগ করতে ভিড় করছে মেলাস্থলে। স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, গত বছরও এ মেলায় পুতুল নাচের আড়ালে নগ্ন নাচ দেখানো হয়েছিল। এতে করে এলাকার পরিবেশ খারাপ হয়ে গিয়েছিল। এবারও পুতুল নাচের আড়ালে নগ্ন নাচ চলছে। এই পুতুল নাচ বন্ধ করা উচিত। শুধু পুতুল নাচ আর গান নয়। পাশাপাশি চলছে জুয়ার আসর। সারারাত ব্যাপি মাজার এলাকার আশপাশে জুয়ার আসর বসানো হচ্ছে। জুয়ার টাকা জোগাড় করতে উঠতি বয়সের ছেলেরা চুরি ছিনতাইয়ের মত ছোট খাট অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয় গুলো নিয়ে অভিভাবকরা শঙ্কিত হয়ে পড়েছে। এ ব্যাপারে মাজার পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন ভূইয়ার সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মহসিন কবির বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তিনি থানার অফিসার ইনচার্জকে অবগত করতে বলেন। থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনের বলেন বিষয়টি আমার জানা ছিল না। আমি ফোর্স পাঠিয়ে দেখছি।


     এই বিভাগের আরো খবর