,

এমপি আবু জাহির গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী- কিবরিয়া হত্যা মামলা স্থগিত হয়নি, শীঘ্রই বিচার সম্পন্ন হবে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার দ্রুত সম্পন্য হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ডের বিচার কাজ স্থগিত হয়নি। দ্রুত বিচার ট্রাইবুনালের নির্ধারিত সময় শেষ হওয়ায় এখন কার্যক্রম হচ্ছে না। দুই এক দিনের মাঝে জানা যাবে কেন বিচার কাজ বন্ধ হয়েছে। তারপর আবার মামলার কাজ শুরু হবে এবং দ্রুততম সময়ে কিবরিয়া হত্যার বিচার কাজ শেষ হবে। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদেরকে দেয়া এক স্বাক্ষাৎকারে তিনি এই কথাগুলো বলেন। স্বরাষ্টমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে ৬৪টি জেলায় গিয়ে আইনশৃংখলা পরিস্থিতি দেখার নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসাবে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা পরিদর্শন এর মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। উভয় স্থানে জনতার স্বতস্পুর্ততায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগের সরকার থাকায় জনগন ভাল আছে। হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজি খান, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও প্রাণ আরএফএল গ্র“পের পরিচালক ইলিয়াছ মৃধা। এর আগে শুক্রবার বিকেলে এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় টাঙ্গাইল জেলা ট্রাইবেকারে মৌলভীবাজার জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা থাকলে ট্রাইবেকারে তারা ৩-২ গোলে জয়লাভ করে। স্বরাষ্ট্রমন্ত্রী পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইন-শৃংখলা সভায় এবং দুপুরে লাখাইয়ে পুলিশ ফাঁড়ি উদ্বোধন করবেন।


     এই বিভাগের আরো খবর