,

নবীগঞ্জের শতক বাজারে ভয়াবহ অগ্নিকান্ড :৩টি দোকান পুড়ে ছাই : ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

এম.এ. মুহিত ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক নতুন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি দোকান পুড়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। জানা যায়, গত সোমবার রাত প্রায় ১.৩০ মিনিটের সময় শতক নতুন বাজার দিলাওর মিয়ার মার্কেটস্থ সামুজ মিয়ার স্টেশনারী দোকান বন্ধ করে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে দোকান থেকে প্রায় ৩০০ গজ দূরে যাওয়ার পর বাজারের পাহারাদারের চিৎকার শুনে ফেরত এসে দেখতে পায় তার সমস্থ দোকানে আগুন জ্বলছে। এসময় তাদের শুর চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসলেও আগুন এতটাই ভয়াবহ রুপ ধারণ করে যে তাদের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে তারা তাৎক্ষনিক নবীগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষনে মার্কেটের সামুজ মিয়ার স্টেশনারী দোকান, খাইছু মিয়ার দোকান ও শাহ রিপনের ফলের দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সামুজ মিয়া জানান, তার দোকানে থাকা ফ্রিজ, টিভি সহ প্রায় ৫/৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অপর দোকানদার খাইছু মিয়া জানায়, তার প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের উৎপত্তি হলো জানতে চাইলে সামুজ জানায়, ঠিক কিভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন উৎপত্তি হয়েছে কিনা প্রশ্ন করলে সে জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এভাবে আগুন লাগার কোন সম্ভাবনা সে দেখছে না। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এ.এস.আই বজলুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সহ আমরা সেখানে উপস্থিত হয়ে আগুন নেভাই। ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ নিয়ে এলাকায় চলছে নানান আলোচনা। এই অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


     এই বিভাগের আরো খবর