,

নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন : প্রার্থীদের নির্ঘুম প্রচার প্রচারণা : ১১ পদে লড়াই করছেন ৩০ জন

মোঃ সেলিম তালুকদার ॥ নবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সকল শিক্ষক-শিক্ষিকার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের নির্বাচনকে ঘিরে নবীগঞ্জে যেন উৎসবের আমেজ দেখা দিয়েছে। আগামী ২৬ ফেব্র“য়ারি শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেকেই এ নির্বাচনকে মর্যাদা বনাম প্যাষ্টিজ ইস্যুর নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। ১৯টি পদের মধ্যে ৮টি পদে বিনা প্রতিদ্বন্ধী তায় নির্বাচিত হয়েছেন ৮ জন। বাকী ১১টি পদে নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে। ১১টি পদে মোট ১৫ জন নির্বাচিত হওয়ার জন্য সকল পদে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন বৈধ প্রার্থী ও ভোটারদের তালিকা প্রকাশ করেছেন। নির্বাচনে সভাপতি ১টি পদের জন্য ভবানী শংকর ভট্টাচার্য্য ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আাহমদ চৌধুরী প্রতিদ্বন্ধীতা করছেন। সিনিয়র সহ-সভাপতি পদে কেউ প্রতিদ্বন্ধী না থাকায় কৃপেশ চন্দ্র দাশ ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি (পুরুষ) ৫টি পদের জন্য ৮ জন লড়াই করছেন। তারা হলেন, মোঃ ছুরুক মিয়া, অরুন কান্তি রায়, রমজান বক্স, এম.এ আব্দুল ওয়াহিদ লাভলু, গিয়াস উদ্দিন, লিটন চন্দ্র রায়, মিহির কুমার দাশ, বজলুর রহমান, সহ-সভাপতি (মহিলা) ৩টি পদের জন্য ৩ জন মনোনয়ন পত্র দাখিল করায় বিনা প্রতিদ্বন্ধীতায় তারা নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক ১টি পদে ৩ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন মোঃ সাদিউর রহমান, মোঃ গোলাম রব্বানী, বিপুল চন্দ্র দেব। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ১টি পদের জন্য ২ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন বর্তমান ২বারের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া ও মোঃ বদরুল আলম। যুগ্ম সম্পাদক পদে সমীরন দে ও আব্দুল ওয়াহাব ফারুক প্রতিদ্বন্ধীতা করছেন। সহ-সাধারন সম্পাদক পুরুষ ও মহিলা ২টি পদে ২ জন দাখিল করায় তারা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক ১টি পদে ৩ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ, জাহাঙ্গীর বখ্ত চৌধুরী ও সজল কুমার দাশ। সহ-সাংগঠনিক সম্পাদক ১টি পদের জন্য প্রার্থী রয়েছেন ২ জন। তারা হলেন মাহবুব আহমদ, সমীরন কিশোর দাশ। দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী মোঃ নানু মিয়া ও রাজীব দাশ প্রতিদ্বন্ধীতা করছেন। অর্থ সম্পাদক ১টি পদে বর্তমান অর্থ সম্পাদক লোমেশ রঞ্জন দাশ ও সঞ্জয় কুমার দাশ ২ জন প্রতিদ্বন্ধীতা করছেন। তথ্য ও প্রচার সম্পাদক পদে ১ জন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। ক্লাব/স্কাউট বিষয়ক সম্পাদক ১টি পদে মহিবুর রহমান চৌধুরী ও সুমেষ দাশ প্রতিদ্বন্ধীতা করছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। সমবায় বিষয়ক সম্পাদক ১টি পদে বর্তমান সমবায় সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও পিংকু কুমার দাশ ২ জন প্রতিদ্বন্ধীতা করছেন। মহিলা বিষয়ক সম্পাদক পদে লাভলী রায় ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় তিনি বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। তবে সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। নির্বাচনের পরে সে পদে কোÑঅপ্ট করে নেওয়া হবে বলে নির্বাচন কমিশিন সুত্রে জানা গেছে। নির্বাচনে মোট ৮ শত ১৬ জন ভোটার (শিক্ষক-শিক্ষিকা) তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করবেন। উক্ত নির্বাচনকে ঘিরে শিক্ষক সমাজসহ নবীগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে । নির্বাচনের আর মাত্র ২ দিন বাকী। তাই নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের যেখানে বিভিন্ন উৎসব কীর্তন ও মাহফিল অনুষ্টিত হয় সেখানেই প্রার্থীরা গিয়ে তাদের ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও দোয়া, আর্শীবাদ চাইছেন। সংগঠনের গুরুত্বপূর্ন পদ সভাপতি পদে দ্বিমুখি, সাধারণ সম্পাদক পদে ত্রি-মুখী ও সাংগঠনিক পদে ত্রি-মুখি লড়াই হবে বলে ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে। তবে সবচেয়ে সচেতন সমাজ শিক্ষক সংগঠনের কে কাকে ভোট দেবেন সেটা না বললেও সৎ যোগ্য লোক যাকে কিনা সংগঠনের উন্নয়নে সব সময় পাওয়া যাবে সেটা বিচার করেই নেতা নির্বাচিত করবেন বলে জানিয়েছেন অনেকেই। নির্বাচনকে অবাধ, সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন করতে গঠিত নির্বাচন কমিশন ও নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা বদ্ধ পরিকর। প্রধান নির্বাচন কমিশনার কাজী মাসুদুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার গৌতম কুমার চৌধুরী, রুহুল আমীন, তফাজ্জুল হক, তপন পাল, লাভলী বেগম, শিরীন ফাতেমা, আজিজুর রহমান চৌধুরী জানান নির্বাচনকে অবাধ সুষ্ট ও স্বচ্ছতা বজায় রাখতে শতভাগ আশাবাদী। তাই এ ব্যাপারে সকলের সহযোগীতা প্রয়োজন।


     এই বিভাগের আরো খবর