,

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারে মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী পরিবারের পরীক্ষিত সৈনিক, তৃনমূল আওয়ামীলীগের নিবেদিত প্রাণ, গজনাইপুর ইউনিয়নের কৃতি সন্তান ইমদাদুর রহমান মুকুল এবং তার পিতা মরহুম হাজী ফজলুর রহমানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি ফেইক আইডি (আমি রাজাকার বিরোধী) থেকে তাদের সম্পর্কে অবান্তর ও মানহানীকর মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গজনাইপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তানরা। সংবাদপত্রে প্রদত্ত এক প্রতিবাদ বিবৃতিতে তারা বলেন, মরহুম হাজী ফজলুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত উক্ত ইউনিয়নের সমাজ সেবায় নিয়োজিত ছিলেন। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য উত্তরসুরী ইমদাদুর রহমান মুকুল হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলায় সামাজিক বিচার আচারে একজন সৎ নিষ্ঠাবান সমাজ সেবক হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকেই তার পরিবারের লোকজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে স্বাধীনতার পক্ষের দল আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব দক্ষতার সহিত পালন করে আসছেন। একটি স্বাধীনতা বিরোধী মহলের লোকজন পরিকল্পিতভাবে সমাজে তাকে হেয় প্রতিপন্ন ও মানসম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার ছড়াচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে এসব ফেইক আইডি ব্যবহারকীদের সনাক্ত করে দৃষ্ঠান্তমুলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা। উক্ত ফেইসবুক গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর