,

হবিগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। পরবর্তীতে নানা পেশার মানুষ ও অটিজম শিশুদের উপস্থিতিতে ওই কার্যালয়ে শুরু হয় অটিজম সচেতনতায় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। জেলা প্রশাসক মোঃ সাবিনা আলমের সভাপতিত্বে এবং এডিসি (সার্বিক) মোঃ শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান তালুকদার, যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, সিনিয়র এএসপি সুবীর ও এনজিও সংস্থা চৌকস’ এর চেয়ারম্যান ও দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন প্রমুখ। সভায় এমপি কেয়া চৌধুরী সহ অন্যান্য বক্তারা বলেন, অটিজম শিশুদেরকে আর হেয় নয় বরং জাতির জনকের নাতনী সায়মা ওয়াজেদ পুতুলের নের্তৃত্বে তাদের পাশে দাঁড়িয়ে এইসব মেধার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতি গঠনে সঠিক পথ অনুসরনে সহযোগিতা করতে হবে। সভায় যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এম এ মুমিন চৌধুরীর ঘোষিত নগদ অর্থ অটিজম শিশুদের হাতে তুলে দেন এমপি কেয়া।


     এই বিভাগের আরো খবর