,

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি॥ অতিষ্ঠ গ্রাহকরা ॥ ডিজিএমের অপসারণ দাবী

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জে পলী বিদ্যুতের ভেলকিবাজি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার কারনে সাধারণ গ্রাহকদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। যেকোন সময় সাধারণ গ্রাহকরা ফুঁসে উঠে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন গ্রাহকরা। জানা যায়, হবিগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের অধীনে নবীগঞ্জ উপজেলা ৩ শত ৫৫ টি গ্রামে প্রতিদিনই অসংখ্যবার বিদ্যুতের লোডশেডিং করা হয়। এতে করে একদিকে চলতি এইচ এস সি পরীক্ষার্থীদের যেমন পরীক্ষার প্রস্তুতিতে বিরাট ক্ষতি হচ্ছে অন্যদিকে সাধারণ ব্যবসায়ীসহ অন্যান্য শ্রেণিপেশার মানুষ পড়েছেন বিপাকে। একদিন দুদিন নয় পলীবিদ্যুতের ভেলকিবাজি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এখন নবীগঞ্জের মানুষের নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। এছাড়া দীর্ঘ প্রায় ৬ মাস যাবত সপ্তাহে শুক্র ও শনিবার লাইনে নতুন কাজ ও পুরাতন কাজ পরিবর্তনের অজুহাতে সকাল থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জবাসীকে বিদ্যুত বিচ্ছিন করে রাখা হচ্ছে। সুস্পষ্ট কোন কারন ছাড়াই প্রতিদিন বিদ্যুতের এমন ভেলকিবাজি ও লুকোচুরি খেলায় জনমনে বাড়ছে মারাত্মক ক্ষোভ। এ জন্য কর্তৃপক্ষের উদাসীনতা, দায়িত্বহীনতাকেই দায়ী করেছেন ভূক্তভোগীরা। খোঁজ নিয়ে জানা যায় এটা লোডশেডিং নয় বিদ্যুত বিভ্রাট। সাধারণত বৃষ্টি বাদল বা ঝড় তুফানের দিনে এমন বিভ্রাট দেখা দেয়। কিন্তু প্রতিদিনই এ ধনের বিদ্যুৎ বিভ্রাট মেনে নিতে পারছেন কেউই। সাধারণ গ্রাহকদের অভিযোগ অদক্ষ ডিজিএম এর কারনেই ঘটছে এমন ঘটনা। তার বর্তমান ডিজিএমকে অপসারনের দাবী জানাচ্ছেন। এ ব্যাপারে ডিজিএম ভজন কুমার বর্মনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নবীগঞ্জের বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কিন্তু বর্ষার সিজনে ঝড় বৃষ্টির কারনে সমস্যা হচ্ছে। অচিরেই সমাধান করব। ভূক্তভোগী এবং ব্যসায়ীদের ও অভিযোগ লোডশেডিং না থাকার পরও এমন বিদ্যুত বিভ্রাটের ঘটনা কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। তাই যেকোন সময় আবারো নবীগঞ্জের সাধারণ গ্রাহকরা পল্লীবিদ্যুতের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারি উচ্চারন করেন।


     এই বিভাগের আরো খবর