,

নবীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার- কেন্দ্র দখলের চিন্তা করে লাভ নেই : কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে মোবাইল ফোনে ভিডিও ধারন করে অভিযোগ দিবেন

আলী হাছান লিটন/আব্দুল মোহিত ॥ হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র বলেছেন, আগমী ২৮মে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ হতে প্রস্তুত রয়েছে প্রশাসন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমরা তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ করে দেব। এখানে কোন প্রার্থী কেন্দ্র দখল বা ব্যালেট পেপার ছিনতাইয়ের স্বপ্ন দেখলে তা কোন ভাবেই পূরন হতে দেওয়া হবে না। তিনি বলেন, এটা স্থানীয় সরকারে নির্বাচন নবীগঞ্জের কোন ইউনিয়নে নৌকা জিতবে না ধানের শীষ জিতবে না স্বতন্ত্র প্রার্থী জিতবে এটা নিয়ে সরকারের কিন্তু কোন মাথা ব্যাথা নেই। এখানে সরকার দলীয় প্রার্থীরা নির্বাচিত না হলেও যে সরকারের বিশাল ক্ষতি হয়ে যাবে তা না। কিন্তু সরকার দলীয় মনোনীত নৌকা প্রতীক নিয়ে যদি কোন প্রার্থী কেন্দ্র দখল করে প্রশাসনের উপর চড়াও হয়ে কেন্দ্রে গুলাগুলি করে যদি মানুষ মারা যায় তখন ওই বদনাম ও এর দায়বার সরকারের কাদেই যাবে। তিনি উপস্থিত প্রার্থীদের উদ্দেশে আরো বলেন, কোন প্রার্থী যদি আচরন বিধি লংঘন করে তাহলে তার প্রতিদ্বন্দী প্রার্থীকেই এর নজর রাখতে হবে। যদি মিছিল বা কালো টাকার ছড়াছড়ি করে তাহলে সাথে সাথে তা মোবাইল ফোনে ভিডিও ধারন করে রাখবেন এবং স্থানীয় লোকদের স্বাক্ষী রেখে প্রশাসনকে জানালে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। প্রতীক বরাদ্ধের পর থেকেইে প্রতি ইউনিয়নে ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র। বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন আলমগীর চৌধুরী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য তিনি প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান। সেই সাথে নির্বাচনী কেন্দ্রগুলোতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তিনি প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, বিগত দিনগুলোতে নবীগঞ্জে শান্তিপূর্নভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেহেতু এবার দলীয় প্রতীকে ইউপি নির্বাচন তাই নির্বাচনকে দলীয় প্রভাবমূক্ত রাখার জন্য তিনি আইন শৃংখলা বাহিনীর প্রতি দাবী জানান। সেই সাথে তিনি নির্বাচনে আচরনবিধি লংঘনকারীকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের ও দাবী জানান। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁনের সভাপতিত্বে ও শিক্ষক শামীম আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী সিনিয়র পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবু ছাইম, পানি সম্পদ কর্মকর্তা সামছুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদার, নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ। উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বড় ভাকৈর (পশ্চিম) ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, বড় ভাকৈর (পূর্ব) ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার, দীঘলবাক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইমুদ্দিন, নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ, গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল, আলী আহমেদ মুছা, আশিক মিয়া, আবু সাঈদ এওলা মিয়া, মাসুদ আহমেদ জিহাদী, ইমদাদুল হক চৌধুরী, আ ক ম ফখরুল ইসলাম, শাহ নেওয়াজ, চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাছিত চৌধুরী, আব্দুল মুকিত, শাহ ইলিয়াছ আলী, নির্মলেন্দু দাশ রানা, জাবেদুল আলম চৌধুরী সাজু, স্মৃতি ভূষন দাশ, ভুপেন্দ্র কুমার দাশ ভুলা, আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, মোঃ বজলুর রহমান, কর্পোরাল লুৎফুর রহমান, জামাল হোসাইন, মোঃ সিরাজ উদ্দিন, শেখ রুবেল আহমেদ, আনসার মিয়া তালুকদার, সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, কাওছার আহমদ কয়ছর, মহিবুর রহমান হারুন, ইয়াওর মিয়া তালুকদার, আবু সুফিয়ান, আতাউর রহমান চৌধুরী নোমান, মিরাজ আলী, আব্দুল লতিফ চৌধুরী নানু, আজিজুল বারী আমির হোসেন, ওমর ফারুক, মুহিবুল হাছান মামুন, মোঃ আকিকুর রহমান আকিক, সায়েদ উদ্দিন, মোঃ শফিউল ইসলাম সেলিম, আবুল হোসেন, মোঃ জাকারিয়া, মোঃ হাবিবুর রহমান, ফারুক আহমদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যন, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীগণ।


     এই বিভাগের আরো খবর