,

নবীগঞ্জ উপজেলা সার্ভার ষ্টেশনে সন্ত্রাসী হামলা : নির্বাচন কর্মকর্তাসহ আহত ৩

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা সার্ভার ষ্টেশনে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় নির্বাচন কর্মকতাসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু সাঈম, অফিস সহায়ক মনিরুল ইসলাম ও রিয়াজুল হক রাজু। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সূত্রে জানা যায়, নির্বাচন অফিসে অস্থায়ীভাবে পিয়নের চাকুরী করে আসছিলো পৌর এলাকার গন্ধ্যা গ্রামের আব্দুর নূরের ছেলে আবুল কাশেম। গত ডিসেম্বর মাসে সে পারিবারিক কারনে স্বেচ্ছায় চাকুরী ছেড়ে চলে যায়। পরে নির্বাচন অফিস তাদের প্রয়োজনে নির্বাচনী কাজে অস্থায়ীভাবে নিয়োজিত করণিক হিসেবে পুরুষোত্তমপুর গ্রামের রিয়াজুল হক রাজু নামের এক জনকে নিয়োগ দেয়। কিন্তু আবুল কাশেম মনে করে তার পরিবর্তে রাজুকে নিয়োগ দেয়া হয়েছে। এরপর থেকেই আবুল কাশেম রাজুকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। এ অবস্থায় গতকাল সোমবার দুপুরে আবুল কাশেম তার লোকজন নিয়ে উপজেলা সার্ভার স্টেশনে যায় এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈম এর সামনেই রাজুর উপর অতর্কিতে হামলা চালায়। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু সাঈম ও অফিস সহায়ক মনিরুল ইসলাম মনির এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্ঠা করলে হামলাকারীরা তাদেরকেও লাঠিসোটা দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এসময় অফিসের আসবাবপত্র ভাংচুর ও কাগজপত্র তছনছ করা হয়। পরে উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, উপজেলা সার্ভার স্টেশনে খুবই জঘন্যতম ঘটনা সংগঠিত হয়েছে। অপরাধীরা যারাই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকারীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর