,

বাহুবলে অটোরিক্সা শ্রমিক ও গ্রামবাসী সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুরে অটোরিকশা শ্রমিক ও গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টার দিকে উপজেলার আব্দুল্লাপুর নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত কামাল মিয়া (২২), খলিল মিয়া (২৫), জসিম উদ্দিন (২২), সোহেল মিয়া (১৮), শুভ (২০), সুমন (২১) কে বাহুবল হাসপাতাল ও অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের উপর দিয়ে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় উপজেলার মিরপুর বাজার থেকে শায়েস্তাগঞ্জ বাজারে যাওয়ার রাস্তা হিসাবে আব্দুল্লাপুর গ্রামের রাস্তাটি ব্যবহার করছে অটোরিকশা শ্রমিকরা। মহাসড়কে পুলিশ দাড়ালেই তারা গ্রামের রাস্তাটি ব্যবহার করে। গ্রামের পক্ষ থেকে বার বার বাধা দেওয়া হলেও অটোরিকশা শ্রমিকরা কর্ণপাত না করে দিব্যি গাড়ি চালিয়ে যাচ্ছে। রোববার বিকেলে একটি অটোরিকশার চালকের সাথে গ্রামের লোকদের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আব্দুল্লাপুর গ্রামবাসী লাঠিসোটা নিয়ে অটোরিকশা শ্রমিকদের উপর হামলা চালিয়ে চালক ও গাড়ীতে থাকা যাত্রীদের মারধর গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়। এ ঘটনায় শ্রমিকরা রাস্তা অবরোধ করে দেয়। বাহুবল উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া অভিযোগকরে বলেন, আমাদের সিএনজি চালকদের মারধোর করে গ্রামের লোকজন সাথে টাকা টাকা পয়সা নিয়ে যায়। তারা গাড়ীতে থাকা যাত্রীদেরও মারধোর করে আমাদের গাড়ি ভাংচুর করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর