,

জাতীয় ছাত্র সমাজকে পল্লীবন্ধু এরশাদের ভ্যানগার্ড হিসেবে এগিয়ে আসতে হবে -এমপি মুনিম চৌধুরী বাবু

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় ছাত্রসমাজকে পল্লীবন্ধু এরশাদের ভ্যানগার্ড হিসেবে এগিয়ে আসতে হবে। জাতীয় ছাত্রসমাজ আমার প্রাণের সংগঠন। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ ঘোষিত জাতীয় পার্টির সকল কর্মসূচি বাস্তবায়নে জাতীয় ছাত্র সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এম.এ মুনিম চৌধুরী বাবু গতকাল বিকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডের বাংলা টাউনস্থ সংগঠনের কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি এম.এ মতিন চৌধুরী’র সভাপতিত্বে ও জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক চৌধুরী এম.এম.এ স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ্ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মুরাদ আহমদ, উপজেলা যুব সংহতির আহবায়ক নুরুল আমিন পাঠান ফুল মিয়া, যুগ্ম আহবায়ক মুজাহিদ ইসলাম শাহীন, আক্কাছ চৌধুরী, কুয়েত প্রবাসী জাপা নেতা জয় শেখ। এতে বক্তব্য রাখেন, পৌর ছাত্র সমাজ নেতা নিউটন সূত্রধর, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসমাজ নেতা নিয়ামুল করিম অপু, উপজেলা ছাত্রসমাজ নেতা শোয়াইব আহমদ, মাসুম আহমেদ, সুলতান মাহমুদ, আনোয়ার আহমেদ, বাপ্পা দেব, আহমেদ সুহান, শুভ চৌধুরী, হামিম চৌধুরী, মিয়াদ চৌধুরী, জুহেদ চৌধুরী প্রমুখ। উক্ত আলোচনা সভার শুরতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন ছাত্রনেতা শেখ মোঃ আউলাদ। সভায় ছাত্রসমাজের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ ও জাতীয় পার্টির নব-নির্বাচিত যুগ্ম-মহাসচিব ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দিপু এর উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং এমপি মুনিম চৌধুরী বাবু’কে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট করার জোর দাবী জানান।


     এই বিভাগের আরো খবর