,

নবীগঞ্জের রসুলগঞ্জ বাজারে গরুর হাট না বসানোর জন্য জেলা প্রশাসকও ইউএনও বরাবরে আবেদন

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজার হাইস্কুল রোডের পার্শ্বে অস্থায়ী গরুর হাট না বসানোর জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় মেম্বার সানু মিয়া, মোঃ আজাদ হোসেন, এলাকাবাসীর পক্ষে আব্দুল খালিক ও কুদ্দুস হাসিনা মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাকাচ্ছিন মিয়া। আবেদনে উল্লেক করা হয়, নবীগঞ্জ উপজেলাধীন রসুলগঞ্জ বাজারের হাইস্কুল রোডের পার্র্শ্বে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অস্থায়ী গরুর হাট বসানোর জন্য মুরাদপুর গ্রামের পারভেজ আহমেদ আবেদন করেন। কিন্তু যে স্থানে গরুর হাট বসানো হবে সেই স্থানটি স্কুল, মাদ্রাসা ও কলেজ সংলগ্ন। যদি উক্ত যায়গায় গরুর হাট বসানো হয় তাহলে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী ছাত্র/ছাত্রীদের পক্ষে শিক্ষা কেন্দ্রে যাওয়া আসা অসম্ভব হয়ে পড়বে এবং তাদের লেখা পড়ার বিঘœ হবে বলে স্থানীয় মেম্বার মন্তব্য করেছেন। জেলা প্রশাসক বরাবর মোঃ আব্দুল খালিক একই মন্তব্য করেছেন সেই সাথে তিনি গ্রামবাসীর পক্ষে গরুর হাট না বসানো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনে গ্রহনের জন্য জেলা প্রশাসকের মর্জি কামনা করেছেন। এদিকে কদ্দুছ হাসিনা মাদ্রাসা’র পরিচালনা কমিটির সভাপতি মোঃ কদ্দুছ মিয়া আবেদনে উল্লেখ করেছেন নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদের ভূমি অফিসার সরেজমিনে তদন্ত না করে অন্য আবেদনকারীর পক্ষে প্রতিবেদন দিয়েছেন। এজন্য মাদ্রাসা’র কমিটির পক্ষে তিনি সরেজমিনে তদন্ত করার জন্য জেলা প্রশাসকের মর্জি কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর