,

হবিগঞ্জের আবাসিক হোটেলগুলোতে মাদকের ছড়াছড়ি : ইয়াবা সেবনকালে হোটেল জামিল থেকে আফাই মিয়ার পুত্রসহ ৩ জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের আল জামিল আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ ইয়াবাসহ পৌর আওয়ামীলীগ নেতা ইশানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো আজমিরীগঞ্জ ভাটিবাংলার মুকুটবিহীন সম্রাট আফাই মিয়ার ছেলে ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সদস্য মেহেদেী হাসান ইশান (২৪), একই উপজেলার আজিমনগর এলাকার নাসির উদ্দিনের ছেলে জুনায়েদ আহমেদ (৩৭), শরীফনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুমনা মিয়া (৩৯)। পুলিশ জানায়, গতকাল বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের পৌরসভা এলাকার অবস্থিত আল জামিল হোটেলের ৩১৫নং কক্ষে অভিযান চালিয়ে নিষিদ্ধ ইয়াবা সেবনকালে তাদেরকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৯ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন আবাসিক হোটেলে যাত্রী যাপনের নাম করে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। পুলিশ বিষয়টি নজরে নিয়ে হোটেলে অভিযান চালায়। পুলিশ জানিয়েছে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সদর থানায় পুলিশ বাদী হয়ে মাদকসেবীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অপর একটি সূত্রে জানা গেছে, শহরের অধিকাংশ আবাসিক হোটেরেল অন্তরালে মাদকের ব্যবসা করে আসছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। মাদকের পাশাপাশি চলে অসামাজিক কার্যকলাপ। তাদের বিরুদ্ধে পুলিশের অভিযানের পর কয়েকদিন বন্ধ থাকার পর আবারো পুরনো পেশায় ফিরে যায় হোটেল ব্যবসায়ীরা। শহরের অনেক হোটেলই এখন মাদকের ছাড়াছড়ি।


     এই বিভাগের আরো খবর