,

মাধবপুরে ট্রেন লাইনচ্যুত ॥ ১০ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজারে সিমেন্ট বোঝাই ট্রেনের দু’টি বগি লাইনচ্যুৎ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বগি দুইটি লাইনচ্যুৎ হয়ে পড়লে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার মোঃ মোয়াজ্জুল হক জানান, সিমেন্ট বোঝাই ট্রেনটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি শাহজীবাজার রেলওয়ে স্টেশনের নিটক পৌছলে এর দু’টি বগি লাইনচ্যুৎ হয়ে পড়ে। এতে রেল সড়কের ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে। ক্ষতি হওয়া লাইন মেরামত করা হলে ৮ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময়, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শায়েস্থাগঞ্জে এবং জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে আটকা পড়ে।


     এই বিভাগের আরো খবর