,

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত শেষে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নসরতপুর এলাকায় অবৈধ ট্রাক্টরের ধাক্কায় মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গেছে। এতে মহিলা ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনগণ সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । আহত সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার চুয়াডাঙ্গা উপজেলার জিঙ্গাবাজার (কাজীপাড়া) এলাকার বাসিন্দা একই পরিবারের কয়েকজন গত বুধবার সিলেটের হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করতে আসেন। বৃহস্পতিবার মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিতস্থানে পৌছলে দ্রুতগামী অবৈধ ট্রাক্টরের সাথে মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৪-০৭৫৭) এর সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি উল্টে পার্শ্ববর্তী রেল লাইনে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ওই গ্রামের জহিরুল ইসলাম (৩০), তার স্ত্রী সোনিয়া (২০), পুত্র জুনাইদ (৫), নাসরিন (৩০), সোহান (৫), রুহান (৪), রবিন (৬), কালু মিয়া (৩০) ও মাইক্রো চালক আহাদ (৩০) আহত হয়। আহতরা সড়কের পাশ্বে পড়ে থাকলে অন্ধকারে একদল দুর্বৃত্ত তাদের টাকা পয়সাসহ মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শায়েস্থাগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও দমকল বাহিনীল একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ট্রাক্টরটি জনতা আটক করলে এর চালক পালিয়ে যায়। পুলিশের আশ্বাসে প্রেক্ষিতে জনতা অবরোধ প্রত্যাহার করে। এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাক্টর চালককে ধরতে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর