,

নবীগঞ্জে এক ব্যক্তির কার্ডে অন্য ব্যক্তির ছবি বসিয়ে ১০ টাকা কেজির চাল উত্তোলন : ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমানের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক ব্যক্তির নামে ইস্যুকৃত কার্ডে অন্য ব্যক্তির ছবি বসিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন হতদরিদ্র প্রতারিত কৃষক আব্দুল লতিব। অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ জিল্লুর রহমান মাধবপুর গ্রামের হতদরিদ্র কৃষক আব্দুল লতিবের নামের ইস্যুকৃত ১০ কেজি দরের চাল উত্তোলনের কার্ডটি তাকে প্রদান ওই কার্ডে আব্দুল মতিন মিয়ার ছবি বসিয়ে ওই ব্যক্তিকে প্রদান করে। আব্দুল মতিন ওই কার্ড দিয়ে দুইবার চাল উত্তেলন করে ও কার্ডে টিপসই দেয়। প্রতারিত কৃষক আব্দুল লতিব তাতে প্রতিবাদ করলে ওয়ার্ড মেম্বার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এব্যাপারে নিরুপায় হয়ে সু-বিচারের আশায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত কৃষক আব্দুল লতিব।


     এই বিভাগের আরো খবর