,

নবীগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানী : বখাটেকে ১ বছরের কারাদণ্ড

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে আব্দুল মোহিত নামের এক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক জিতেন্দ্র কুমার নাথ এ দন্ডাদেশ দেন। দন্ডদেশপ্রাপ্ত ৪ সন্তানের জনক আব্দুল মোহিত (৩৫) একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। সূত্রে জানা যায়, উপজেলার রসূলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামাদুল হক চৌধুরীর জনৈক কন্যা রসূলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী (১০) গতকাল সোমবার সকালে স্থানীয় রসূলগঞ্জ বাজারে আব্দুল মোহিতের মুদির দোকানে ডালক্রয় করতে যায়। এসময় ব্যবসায়ী আব্দুল মোহিত ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এক পর্যায়ে ওই ছাত্রী কৌশলে দৌড়ে পালিয়ে বাড়িতে গিয়ে কেঁদে কেঁদে তার বাবাকে ঘটনাটি জানায়। পরে তার বাবা সাথে সাথে দোকানে গেলে দেখতে পান ব্যবসায়ী মোহিত ঘটনার পর পরই ব্যবসা বন্ধ করে পালিয়ে যায়। এরপর স্কুল ছাত্রীর পিতা সামাদুল হক চৌধুরী ঘটনাটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথকে জানান। অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষনিক ভাবে থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ নিয়ে তার বাড়িতে গিয়ে অভিযুক্ত আব্দুল মোহিতকে আটক করে নিয়ে আসেন। পরে সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে এবং ব্যবসায় আব্দুল মোহিতের স্বীকারোক্তিতে ১ বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জিতেন্দ্র কুমার নাথ। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর