,

নারী ও শিশু পাচার প্রতিরোধ সেমিনারে-ডাঃ মুশফিক : সকলের সমন্বয়ে নারীদের সচেতন করে তুলতে হবে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, সকলের সমন্বয়ে নারীদের সচেতন করে তুলতে হবে। সুন্দর সমাজ গড়ে তুলতে হলে নারীদের ভূমিকা অপরিসীম। তাদেরকে আরো এগিয়ে যেতে হবে, তা না হলে সমাজ উন্নয়ন করা সম্ভব না। তিনি আরও বলেন, সবাইকে জানিয়ে দিতে হবে, নারী ও শিশু পাচার দমন আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। অধিকতর সচেতনতা অভাবে আজ আমদের মা বোনেরা পাচারকারী দুষ্কৃতীকারীর প্রলোভনে ও প্ররোচনায় পড়ে বিপথগামী হচ্ছেন। তারর যাতে কিছুতেই আর দুস্কৃতিকারীদের প্রলোভনে পড়ে বিপথগামী না হয় সেদিকে তাদেরকে সচেতন করতে হবে। এক্ষেত্রে পুরুষের পাশাপাশি সকল নারীদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে “উপজেলা নারী উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে নারী ও শিশু পাচার রোধে গন সচেতনতা মূলক সেমিনারে প্রধান অতিথি তিনি বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নারী উন্নয়ন ফোরাম-এর সভানেত্রী ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বেগম প্রমূখ। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শামসুন্নাহরের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এড.হুমায়ূন কবির সৈকত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুর রহমান। এর পূর্বে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উক্ত বিষয়ে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর