,

হবিগঞ্জে প্রবাসির বাসায় দুর্ধর্ষ ডাকাতি : ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকায় প্রবাসির বাসায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত রোববার ভোর রাতে শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা শেখ মুকছিদ এর বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার হওয়া পরিবার সূত্রে জানা যায়, ভোর রাতে একদল মুখোশদারি ডাকাতরা বাসার পেছনের দিক দিয়ে জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তাৎক্ষনিক পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ফেলে। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের প্রত্যেককে নিজ নিজ রুম থেকে বাহির করে একটি রুমে নিয়ে আবদ্ধ করে রাখে। এসময় ডাকাতরা বাসায় থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ ঘরে থাকা যাবতীয় আসবাস পত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সুদিপ্ত রায়, সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান রাসেল, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান ও হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ডাকাতদের ব্যবহৃত ফেলে রেখে যাওয়া কিছু মালামাল ও ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে, দক্ষিণ শ্যামলী এলাকায় এ ধরনের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকার সাধারণ জনগণের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে। ডাকাতদের ভয়ে অনেকেই সন্ধ্যার পরপরই বাসায় গেইট তালাবদ্ধ করে রাখতেও দেখা গেছে। আবার আনেকেই বাড়াচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা। অপরদিকে, হবিগঞ্জ শহরে এ ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ডাকাতির ঘটনায় উদ্ভিগ্ন শহরবাসি।


     এই বিভাগের আরো খবর