,

নবীগঞ্জে শ্রম পরিদর্শকের নোটিশ জারি : ব্যবসায়ী মহলে আতংক! বাজার ব্যবসায়ী সমিতির সভা আজ

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে বেআইনীভাবে শ্রীমঙ্গলের শ্রম পরিদর্শক হয়রানীমূলক নোটিশ জারি করায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টায় নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতি এক জরুরী সাধারণ সভা আহবান করেছেন। জানাযায়, মৌলভীবাজার শ্রীমঙ্গল শ্রম উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসাইন গত ২৯শে অক্টোবর শনিবার নবীগঞ্জ বাজারের কতিপয় দোকান কর্মচারীর যোগসাজসে নবীগঞ্জ বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কোন দোকান মালিকের সাথে কোনরুপ কথাবার্তা না বলে গত ১লা নভেম্বর নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নামে সাপ্তাহিক বন্ধের দিন দোকান খোলা রাখিয়া ব্যবসায়ীক কাজে লিপ্ত থাকিতে দেখা গেছে। যাহা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪(১)ধারায় দন্ডনীয় অপরাধ। উল্লেখিত আইন লঙ্গনের দায়ে কেন আপনার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের করা হবে না তাহার লিখিত যুক্তি সংগত ব্যাখা পত্র প্রাপ্তির ৩ কর্ম দিবসের মধ্যে তাহার নিকট উপস্থাপন করার জন্য নোটিশে উল্লেখ করেন। অন্যতায় কোন প্রকার পূনঃ পত্রালাপ ছাড়াই ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম শ্রম আদালতে মামলা দায়ের হুমকি প্রদান করেন। ওই চিঠির প্রেক্ষিতে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহলে আতংক দেখা দেয়। ব্যবসায়ীরা জানান, নবীগঞ্জ বাজারের সাপ্তাহিক কোন বন্ধের দিন সরকারীভাবে কিংবা ব্যবসায়ী সমিতির মাধ্যমে ধার্য্যকরা হয়নি। শ্রম পরিদর্শক কোন বন্ধের দিন ধার্য্য না সত্ত্বেও তিনি বাজার ব্যবসায়ী সমিতির সাথে কোন প্রকার যোগাযোগ না করে কিছু সংখ্যক কর্মচারীদের মদদে অন্যায়ভাবে নোটিশ জারি করেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্রম আইনে সপ্তাহে একদিন কর্মচারিদের ছুটির বিধান রয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নবীগঞ্জ বাজারে কোন সাপ্তাহিক বন্ধ নাই। বিগত ৬ বছর পূর্বে সাপ্তাহিক বন্ধ ঘোষনা করা হলেও পরে সাধারণ সভায় সর্বসম্মিতিক্রমে বন্ধের দিন প্রত্যাহার করা হয়। নোটিশ জারি করে ব্যবসায়ীদের অহেতুক হয়রানী করা হচ্ছে। তিনি এই হয়রানী বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবী জানান।


     এই বিভাগের আরো খবর