,

বাহুবলে ‘মিড-ডে মিল’ কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক—প্রত্যেকটি শিশুকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বললেন ‘প্রত্যেকটি শিশুকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির স্বপ্ন পূরণে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে হবে। আপনার শিশু কাদের সাথে চলাফেরা করছে তা সবসময় খেয়াল রাখবেন। আমাদের সন্তানরা যেন বখাটে বা বকে না যায়- সে দিকে সবসময় সজাগ দৃষ্টি রাখা জরুরী। তিনি গতকাল সোমবার দুপুর ১টায় বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘মিড-ডে মিল’ কার্যক্রম পরিদর্শন ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সফিউল্লাহ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন চন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হোসেন আলী (মায়া) ও প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য প্রমুখ। তিনি ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠগ্রহণ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের মধ্যে চলমান মিড-ডে মিল-এর আজকের খাবার বিতরণ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেন। পরে তিনি পার্শ্ববর্তী সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন করেন।


     এই বিভাগের আরো খবর