,

হবিগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের ব্যতিক্রমী পোস্টিং : এসআই ২৬, এএসআই ৬৬, টিএসআই ৫

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের ব্যতিক্রমী পদায়ন হয়েছে। লটারীর মাধ্যমে তাদের প্রত্যেকের কর্মস্থল নির্ধারণ করা হয়। এ উপলক্ষে রোববার বিকেলে পুলিশ লাইনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদীপ্ত রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান ও রাসেলুর রহমান, নবীগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল বাতেন খাঁন, হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক, মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন রিপন, চুনারুঘাট থানার ওসি নিমুলেন্দু চক্রবর্ত্তী, লাখাই থানার ওসি মোঃ মোজাম্মেল হক, ডিবির ওসি একে এম আজমিরুজ্জামান বাহুবল থানার ওসি মোঃ মনিরুজ্জামান, বানিয়াচং থানার ওসি অমুল্য কুমার চৌধুরী, শায়েস্থাগঞ্জ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন প্রমূখ। এর আগে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাঙ্ক পরিয়ে দেয়া হয়। জেলায় এ বছর মোট ৬৬ জন কনস্টেবল থেকে এএসআই পদে এবং কনস্টেবল থেকে টিএসআই পদে ৫ জন, এএসআই থেকে এসআই পদে ২৬ জন পদোন্নতি লাভ করেছেন। সর্বমোট ৯৭ জন পদোন্নতি লাভ করেছেন। তারা সবাই পরীক্ষার মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। পরীক্ষার সময়ও লটারির মাধ্যমে তাদের আসন নির্ধারণ করা হয়েছিল। লটারির মাধ্যমে নিজেরা নিজেদের আসন নির্ধারণ করেছেন। পদায়নের ক্ষেত্রেও প্রত্যেকে নিজের হাতে লটারি টেনে নিজেদের কর্মস্থল নির্ধারণ করেছেন। পদায়ন লাভ করা পুলিশ সদস্যরা মন্তব্য করেন লটারির মাধ্যতে পোস্টিং নির্ধারণ করে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র স্বচ্ছতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জয়দেব কুমার ভদ্র পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন, নিজের কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ভাল কাজ করলে মুল্যায়ন পাওয়া যাবে। ইতিপূর্বে যারা ভাল কাজ করেছেন তারা ভাল জায়গায় পোষ্টিং হয়েছে। আপনারা ভাল জায়গায় যেতে হলে দেশের জন্য মন দিয়ে কাজ করতে হবে। এসময় তিনি আরও বলেন এখানে কেউ টাকার বিনিময়ে তাদের পদোন্নতি পাননি। সবাই নিজের হাতে লটারী টেনে নিজের ভাগ্য নির্ধারণ করেছেন।


     এই বিভাগের আরো খবর