প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই বাজার কমিটি গঠন। গত ২৪ নভেম্বর ২০১৬ইং পাঞ্জারাই বাজারের পূর্নগঠন কমিটি গঠন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচনাক্রমে মোঃ আব্দুল বাছিতকে সভাপতি, হাজ্বী হাফেজ মোঃ নিয়ামুল হককে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ জিলু মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হচ্ছেন, উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আঃ মালিক, শাহ ছনাওর আলী, মোঃ আঃ রউফ (কনা মিয়া), মোঃ কমরু মিয়া, মোঃ ইয়াওর মিয়া, আঃ ওয়াছির মিয়া, ক্ষিতিশ রায়। সহ-সভাপতি মনর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফুরুক আহমেদ, কোষাধ্যক্ষ বিন্দু ভূষন রায়, সদস্যরা হচ্ছেন, অলিউর রহমান, রমজান মিয়া, মুজিবুর রহমান, পংকজ ভট্রাচার্য্য, সুধির বৈদ্য, ভানু লাল দাশ, আঃ হক, মাহমুদ মিয়া, সিদ্দিক মিয়া।