,

বাহুবলে জমিয়তে উলামায়ে ইসলামের সভায় বক্তারা : রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় খাদ্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে

আজিজুল হক সানু ॥ জাতি সংঘের আহবানে সাড়া দিয়ে রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বাহুবল থানা শাখার নেতৃবৃন্দরা। গতকাল এক জরুরী সভায় বক্তারা বলেন, রোহিঙ্গা শরনার্থীদের শুধু দেশে আশ্রয় দিলেই হবে না তাদের খাদ্য দ্রব্য সহ চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। বেলা ২টার দিকে বাহুবল বাজার মসজিদের দ্বিতীয় তলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাহুবল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় উপরোক্ত দাবীগুলো রাখা হয়। উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলান আসআদ আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা শামছুদ্দিন, মাষ্টার সৈয়দ আব্দুল্লাহ, মাওলানা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুক আহমদ, সমাজ সেবা সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, যুব জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা নুরুল হক জামিল, সহ-সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শেখ জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, মাওলানা ফেরদাউস আহমেদ, মাওলান আব্দুল মালিক, ফখরুল ইসলাম, মৌলভী শামছুল ইসলাম, মোঃ বজলুর রহমান, খলিলুর রহমান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর