,

নেই কোন ঘর-বাড়ি তবুও তিনি জনগণের নির্বাচিত ইউপি সদস্য

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের সংরক্ষিত মহিলা আসনে নিবার্চিত ইউপি সদস্য রোজিনা আক্তার জনপ্রিয়তা ও কাজের দক্ষতায় জনগনের বিপুল ভোটে নির্বাচিত হলেও আর্থিক অসংগতির কারণে মাথা গুজার ঠাঁই, ভিটে বাড়ি তার নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তহীনদের তালিকা ভূক্ত করে সরকারী খরচে ঘর-বাড়ি বানিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। তাই প্রধানমন্ত্রীর এই প্রঙ্গাপনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে সরকারী ভাবে ঘর-বাড়ির ব্যবস্থা করে দেওয়া জন্য আবেদন জানান রোজিনা বেগম। জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রোজিনা আক্তারের কোন ভিটে মাটি না থাকায় তিনি দীর্ঘ ৩৬ বছর যাবৎ বনগাঁও গ্রামের মৃত খালিক মিয়ার একটি পরিত্যক্ত বাড়ির ছোট্ট একটি ঘরে বসবাস করে আসছেন। কিন্তু দারিদ্রতা তাকে হার মানাতে পারেনি বরং তিনিই দারিদ্রতাকে হার মানিয়ে সাংসারিক জীবন থেকে শুরু করে সমাজ জীবনেও ছোট খাট কাজ করে জনতার মন জয় করে নিয়েছেন। ফলে, যে মেম্বারের ঘরে নুন আনতে পানতা ফুড়ায় তাকেই এলাকার লোকজন মেম্বার পদে দাড় করিয়ে সাময়িক খরচের ব্যয় বার বহন করে বিপুল ভোটে বিজয়ী করেছেন। প্রতিদিনই অফিসে যাওয়া আসা করতে খরচ লাগে প্রায় ১শত থেকে ১৫০টাকা। তা জোগাড় করতে না পারলেও এক দিনও বাদ দিচ্ছেন না অফিসে যাওয়া আসা। প্রায় ৫ কিলোমিটার রাস্তা পায়ে হেটেই অফিসে যাওয়া আসা করছেন তিনি। গতকাল রবিবার দুপুনে সরেজমিনে আউশকান্দি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা রোজিনা আক্তারের বাড়িতে গিয়ে কথা হয় তার সাথে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন প্রকল্পের মাধ্যমে সরকারী ভূমিতে সরকার কর্তৃক ঘর-বাড়ি নির্মান করে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।


     এই বিভাগের আরো খবর