,

নবীগঞ্জে বীর প্রতীক এম আর সাদী মেমোরিয়েল ট্রাষ্ট এর আলোচনা সভায় বক্তাগন – মাহবুবুর রব সাদী বাঙালী জাতির অমৃতের সন্তান

সংবাদদাতা ॥ “বীর প্রতীক এম,আর,সাদী মেমোরিয়েল ট্রাষ্ট ” ইউ,কে, কর্তৃক নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্বাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনানুষ্ঠানে বক্তাগন বীর মুক্তিযোদ্বা মাহবুবুর রব সাদী কে একজন জাতীয় বীর আখ্যায়িত করে বলেছেন, ১৯৬৬ সালের ‘৬-দফা-‘৬৯-এর গণঅভ্যূত্থান,’৭০-এর সাধারন নির্বাচন সর্বোপরি ‘৭১-এর সুমহান স্বাধীনতা ও মুক্তিযোদ্বে তাঁর যে অসামান্য অবদান রয়েছে তার জন্য তিনি বাঙালী ও বাংলাদেশ এবং ত্রিশ লক্ষ শহীদের রক্ত ভেজা লাল সবুজের পতাকা যতদিন থাকবে ততোদিন জাতীর স্বর্ণালী ইতিহাসের পাতায় উজ্জ্বল্যমান দ্বিপ্তীময় হয়ে থাকবেন। গতকাল ৩ ফব্র“য়ারি শুক্রবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্বা সংসদ কার্যালয়ে “বীর প্রতীক এম,আর,সাদী মেমোরিয়েল ট্রাষ্ট, ইউ,কে’র সভাপতি বিশিষ্ট কমিউনিটি লিডার মইনুল আমীন বুলবুলের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্বার সন্তান নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালের উপস্থাপনায় এ আলোচনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্বা এডঃ মোহাম্মদ আলী পাঠান। বীর মুক্তিযোদ্বার সন্তান হাফিজ জাহাঙ্গীর আলমের কোরআন তেলাওয়াত ও বীর মুক্তিযোদ্বা রবীন্দ্র দাসের গীতাপাঠের মধ্যদিয়ে অনুষ্ঠিত এ আলোচনানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার বীর মুক্তিযোদ্বা নুর উদ্দীন আহমেদ বীর প্রতীক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্বের সংগঠক আব্দুর রউফ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাঃ সফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১১নং ইউ/পি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাবেক ইউ/পি চেয়ারম্যান আ,ক,ম,ফখরুল ইসলাম, জাতীয় যুব পরিষদের সাবেক যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আতাউর রহমান আতা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ রুহুল হাসান শরীফ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্বা মৌলদ হোসেন কাজল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার কামরুল হাসান চুনু, সাইফুল ইসলাম সেকুল, গোলাম আনিস চৌধুরী, সুরুজ্জামান জামান, মোঃ ছুরুক মিয়া, অধ্যাপক ফরিদ আহমেদ, বীর মুক্তিযোদ্বার সন্তান রতœদ্বীপ দাস রাজু ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলীম প্রমূখ । অন্ষ্ঠুানে বীর মুক্তিযোদ্বা মাহবুবুর রব সাদী কে নিয়ে স্বরচিত কবিতা আবৃতি করেন বীর মুক্তিযোদ্বা হায়দর আলী। আলোচনানুষ্ঠানে বক্তাগন, প্রয়াত বীর মুক্তিযোদ্বা মাহবুবুর রব সাদী কে বাঙালী জাতীর অমৃতের সন্তান উল্লেখ করে বক্তাগন বলেন, মুক্তিযোদ্বের চেতনা বাস্তবায়ন, রাজাকার, যুদ্বাপরাধীমুক্ত, শোষণ-বঞ্চনা ও শ্রেণী-বৈষম্যহীন, বঙ্গবন্ধুর স্বপ্ন একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন বীর মুক্তিযোদ্বা সাবেক সংসদ সদস্য মাহবুবুর রব সাদী’ বীর প্রতীক – তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে তথা বীর মুক্তিযোদ্বা ও তাদের সন্তানাদি সহ বাঙালী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ব থাকতে হবে। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্বাদের মধ্যে ট্রাষ্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।


     এই বিভাগের আরো খবর