,

নবীগঞ্জে মাহবুবুর রব সাদী স্মরণ সভা : মাহবুবুর রব সাদী শুধু সিলেটের জন্য নয় সারা বাংলাদেশের জন্য কাজ করে গেছেন -এমপি আবু জাহির

মোঃ নাবিদ মিয়া ॥ নবীগঞ্জের কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মরহুম মাহবুবুর রব সাদী স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাহবুবুর রব সাদীর শুভাকাঙ্খী ও অনুসারীদের আয়োজনে মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়েদুল কাদের হেলাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবু জাহির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা- ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমেদ খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, থানার অফিসার ইনচার্জ এস.এম. আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), কেন্দ্রীয় জাসদ নেত্রী শামিমা আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ, আব্দুল মালিক, শিরিন আক্তার, নজরুল ইসলাম, জাবেদ আলী, সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, এম আর সাদী মেমরীয়াল ট্রাষ্ট যুক্তরাজ্যের সভাপতি ময়নুল আমীন বুলবুল, যুক্তরাজ্য মাচেষ্টার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সুহরাব হোসেন, হবিগঞ্জ জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল হাসনাত, মরহুম মাহবুবুর রব সাদীর তনয় শুভ মুহতাদ সাদী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক (একাংশ) মোঃ আলমগীর মিয়া ও অপর অংশের সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ প্রমুখ। এছাড়া মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত হতে পারেননি। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবু জাহির বলেন, মাহবুবুরব সাদী ছিলেন একজন উদার মনের মানুষ। মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবধান রেখে গনতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য বিরল ভূমিকা পালন করেছেন। আমি ছোট বেলায় দেখেছি আমার গ্রামের বাড়ি রিচি এলাকায় আসতেন। পরিবার পরিজন বিসর্জন দিয়ে ছাত্রলীগ থেকে বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া পাক হানাদার বাহীনির বিরুদ্ধে জাপিয়ে পড়ে ছিলেন। মানুষকে সেবা দেওয়া সমাজকে সুন্দরভাবে সাজানো ছিল মাহবুবুরব সাদীর মহতগুন।


     এই বিভাগের আরো খবর