,

ডিলার হারুনের বিরুদ্ধে বাউসা ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের হত-দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেঁছে। এব্যাপারে ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল মতলিবের পুত্র দুলু মিয়া গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ডিলার মোঃ হারুন মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ ও সরজমিন খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সুজাপুর গ্রামের মোঃ দুলু মিয়া তার ভাই আজিদ মিয়ার চাল আনতে যায়। তখন ডিলার মোঃ হারুন মিয়া দুলু মিয়ার নিকট থেকে ডিলার হারুন মিয়া ৩০ কেজি চালের মূল্য ৩ শত টাকা গ্রহন করে। পরে দুলুকে কোন চাল না দিয়ে গালমন্ধ করে তারিয়ে দেয় এবং প্রায় প্রত্যেক মাসেই ৩০কেজি চালের স্থলে ২০ কেজি চাল দিয়ে গরীব অসহায় লোকদের চাল আত্মসাত করেন ডিলার হারুন মিয়া। এছাড়া অভিযোগে উল্লেখ্য, ৩০/৪০ জন লোক এরা হচ্ছে, সুর্জাপুর গ্রামের আজিদ মিয়া, আবরুজ মিয়া, আফিল মিয়া, আব্দুল হাই, আলী হোসেন, জয়ফুল বিবি, আলী হোসেন, আজমান মিয়া, হেলেনা বেগম, নুর মিয়া, মঈনুল হক, কাচন মিয়া, বাদল মিয়া, নুরুল বেগম, আমিনা, আঃ মালিক, ছাবু মিয়া, জানেরা বেগম জব্বার মিয়া, জ্ঞান মিয়া, মুদ্দত, তরাস মিয়া, মনোয়ারা বেগম, কনা মিয়া, পাইকপাড়া গ্রামের রেনু মিয়াসহ অনেকে এ অনিয়মের স্বীকার হচ্ছে। সরকারের ‘খাদ্যবান্ধন কর্মসূচি’ বাস্তবায়নে উপজেলার খাদ্য অধিদপ্তরের আওতায় হতদরিদ্্রদের মধ্যে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণের জন্য প্রত্যেকটি ইউনিয়নে ২ জন করে ডিলার ও তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়। এর মধ্যে সূর্জাপুর বাজার মোঃ হারুন মিয়া ও চৌধুরী বাজার মোঃ রিপন মিয়াকে ডিলার নিয়োগ দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর