,

বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লার নেতৃত্বে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার ॥ বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় হবিগঞ্জেও জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। গত শুক্রবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি শেষে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়। সকাল ৯টায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লার নেতৃত্বে বিশাল র‌্যালি হবিগঞ্জ শহরে প্রদক্ষিণ করে স্থানীয় বার লাইব্রেরীতে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জমসেদ মিয়ার পরিচালনায় জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন, চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সোলায়মান, জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামস আরেফিন, জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এডভোকেট আফিল উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ লুৎফুর রহমান তালুকদার, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার জেলা কো-অর্ডিনেটর আরিফুর রহমান মন্ডল প্রমুখ। এতে জজ শীপের বিচারক, কর্মকর্তা, কর্মচারীগণও উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসেও আপোষ হয়। সরকারের এ কাজকে ধন্যবাদ জানাই। বর্তমানে দেশের মানুষের মধ্যে মামলা মোকদ্দমার পাদুর্ভাব বেশি দেখা দিয়েছে। তাই আমরা সম্মিলিত প্রচেষ্টায় মামলা মোকদ্দমার ঝট কমিয়ে আপোষে মিমাংসার উদ্যোগ নিলে মানুষের মধ্যে হানাহানি কমে যাবে এবং পরস্পর সিম্পিতি বজায় থাকবে। লিগ্যাল এইড অফিসে দুঃস্থ অসহায় গরীব ও প্রতিবন্ধী নানা পেশার লোকজন সহায়তা নিতে পারেন। এ বৎসর হবিগঞ্জে বিনা মূল্যে মামলা মোকদ্দমা পরিচালনা করায় সেরা লিগ্যাল প্যানেল ৩ জন আইনজীবীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভার শেষে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচীতে জাতীয় সাপ্তাহিক জনতার দলীল পত্রিকার হবিগঞ্জ বিশেষ প্রতিনিধি ও আইনজীবী সহকারী সমিতির সাবেন যুগ্ম সম্পাদক ও পৈল সৃজন স্বেচ্ছায় রক্তদান কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুল হাই রক্ত প্রদান করেন এসময় উপস্থিত ছিলেন, আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিষ্ট ইমতিয়াজ আহমেদ চৌধুরী ও জাহাঙ্গীর আলম।


     এই বিভাগের আরো খবর