,

এমপি কেয়া চৌধুরী’র দাবীর প্রেক্ষিতে নবীগঞ্জ-বাহুবলের ব্রীজ ও রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার আশ্বাস স্থানীয় সরকার মন্ত্রীর

বাহুবল প্রতিনিধি ॥ জাতীয় সংসদে কেয়া চৌধুরী এমপি’র দাবির প্রেক্ষিতে নবীগঞ্জ-বাহুবলের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তায় ব্রীজ নির্মাণের জন্য তালিকা চাইলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সংসদের অধিবেশন চলাকালে একটি সম্পূরক প্রশ্নে কেয়া চৌধুরী এমপি বলেন, নবীগঞ্জ উপজেলার গজনাইপুরের সাতাইহাল বদরদী ভায়া হায়রাঘাট সড়কে বিজনা নদীর উপর ব্রীজ, পানিউমদার ইমামবাড়ী হতে বুড়িনাও শংকরপুর পর্যন্ত রাস্তায় ব্রীজ, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে সাকোঁয়া খালের উপর ব্রীজ, দেবপাড়ায় কান্দিগাও গ্রামে বিজনা নদীর উপর ব্রীজ এবং বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর এল.জি.ই.ডি রাস্তা থেকে কসবা করিমপুর ভায়া সুন্দ্রাটিকি রাস্তায় কসবা করিমপুর গ্রামের হাবিব মাস্টারের বাড়ির নিকট করাঙ্গী নদীর উপর ব্রীজ, বাহুবল-মিরপুর রাস্তা হতে-রামপুর বাগান রাস্তায় ছদরুল হোসেন বালিকা বিদ্যালয়-এর নিকটবর্তী স্থানে করাঙ্গী নদীর উপর ব্রীজ নির্মাণ জনগণের দীর্ঘদিনে দাবি। উল্লেখিত নদীর গুলোর উপর ব্রীজ না থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ এলাকাবাসীর যাতায়াতে চরম ভূগান্তি পোহাচ্ছে। কেয়া চৌধুরী জোরালোভাবে দাবি উত্থাপন করে মাননীয় স্পীকার-এর মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্যের উল্লেখিত বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হাওর এবং নিম্নাঞ্চলের ব্রীজ এবং রাস্তার জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছি। মাননীয় সংসদ সদস্যের কাছে যে সকল ব্রীজ এবং রাস্তার তালিকা আছে, তা দ্রুত আমার কাছে দিলে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব।


     এই বিভাগের আরো খবর