,

নবীগঞ্জে এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৮.৪২ দাখিলে ৭৭.৫০%

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ফলাফল ঘোষণা করা হয়। নবীগঞ্জ উপজেলায় পাশের হার ৭৮.৪১। গত বছরের তুলনায় পাশের হার কমেছে বলে জানাগেছে। গত ২ ফেব্র“য়ারী সারাদেশের ন্যায় নবীগঞ্জে ও এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল থেকে এসএসসি পরীক্ষায় নবীগঞ্জের ২ হাজার ৮শ ৮৬ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে উর্ত্তিণ হয়েছে ২ হাজার ২শ ৭৪ জন ব্যর্থ হয়েছেন ৬ শত ১২ জন। জিপিএ ৫ পেয়েছেন ৪৯ জন শিক্ষার্থী। মাদ্রাসায় ৬৭৭ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে এর মধ্যে ৫ শত ২৮ জন শিক্ষার্থী উর্ত্তীণ হয়েছে। ব্যর্থ হয়েছে ১ শত ৪৯ জন। জিপিএ ৫ পেয়েছেন ০১ জন শিক্ষার্থী। ভোকেশনাল ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১৫ জন উর্ত্তীণ হয়েছে এর মধ্যে ০১ জন শিক্ষার্থী জিপিএ পেয়েছে। মাদ্রাসায় পাশের হার ৭৭,৫০ %। বৃহস্পতিবার দুপুরে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেনে নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ সাদেক হোসেন। নবীগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায়। গত বছরের তুলনায় এইবার নবীগঞ্জে পাশের হার এবং জিপিএ ৫ এর হার অনেক কমেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর