,

নবীগঞ্জে জেলা প্রশাসক সাবিনা আলম আইনশৃংখলা বাহিনীর সাহসী ভূমিকায় বেশিরভাগ জঙ্গী নির্মূল হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম সিলেটে জঙ্গী দমনে পুলিশের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, জঙ্গি দমনে বর্তমান সরকারের কঠোর অবস্থান ও আইনশৃংখলা বাহিনীর সাহসী ভূমিকার কারণে দেশ একাধিকবার বড় ধরনের সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেয়েছে এবং পাশাপাশি বেশিরভাগ জঙ্গী নির্মূল হয়েছে। তিনি বলেন, সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় যাতে জঙ্গী আস্তানা গড়ে উঠতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলার ২ নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্র কুমার নাথ, ম্যাজিষ্ট্রেট শামসাদ বেগম, ইউপি সচিব আব্দুল আহাদ, ইউপি সদস্য রমজান আলী, আব্দুর রউফ, আনোয়ার মিয়া, রজব আলী, কাজল আহমদ, দুলাল মিয়া, খালেদ মোশারফ, সামছু মিয়া, এহিয়া মিয়া, সংরক্ষিত ইউপি সদস্য শাহিদা বেগম, রুপিয়া বেগম, রাজিয়া আক্তারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া জেলা প্রশাসক সাবিনা আলম দিনব্যাপী নবীগঞ্জ থানা, পৌরসভা, কাজির বাজার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। মতবিনিময় সভায় সন্ত্রাস জঙ্গিবাদ ছাড়াও বাল্য বিবাহ ও বন্যা ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াঁবার আহবান জানান।


     এই বিভাগের আরো খবর