,

বাউসা ইউনিয়নে মেম্বারের অনিয়মের বিরুদ্ধে আওয়ামীলীগের প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ৪নং বাউসা নাদামপুর ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে সরকারি ত্রাণ বিতরণের স্থানীয় ওয়ার্ড মেম্বার আল-হেলাল আহমেদের স্বজনপ্রীতি ও অনিয়ম করার অভিযোগ করেছেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। স্বজনপ্রীতি ও অনিয়মের প্রতিবাদে গত রবিবার রাতে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজ্বী তৈয়ব উল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রৌশন আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক আব্দুস শহীদ, আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম বক্স গেদু, আবুল কালাম, উপজেলা যুবলীগ নেতা সোহাগ আহমেদ। এতে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোঃ মাহিদ মিয়া, ইয়ান উদ্দিন, মোঃ আবু তালিব, আলী হাছান লিটন, মোঃ জহুর উদ্দিন, আব্দুল আউয়াল, মোঃ কনর মিয়া, মোঃ হানিফ মিয়া, রজব আলী, মমিন মিয়া, নুরউদ্দিন, মজিজুল ইসলাম, আফছর উদ্দিন, শামিম আহমেদ সহ অর্ধশতাদিক নেতা কর্মি। বক্তরা বলেন, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দকে অবগত না করে প্রকৃত ক্ষতিগ্রস্থদের বাদ দিয়ে স্বজনপ্রীতি করে নাম তালিকায় অন্তর্ভুক্ত করে ত্রাণ বিতরণ করেছেন ওয়ার্ড মেম্বার। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বাউসা ও নাদামপুর অধুষিত হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ধান পানিতে তলিয়ে যায়। বোরো ধানের পাশাপাশি অন্যান্যে ফসল তলিয়ে ক্ষতিগ্রস্থ হয় স্থানীয় কৃষকরা। অথচ প্রকৃত ক্ষতিগ্রস্থদের আড়াল করে ওয়ার্ড মেম্বার ত্রাণ বিতরণ করেছেন। সুষ্ট তদন্ততের মাধ্যমে ৪নং ওয়ার্ডের প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকদের যাচাই-বাছাই করে তালিকা করে ত্রাণ বিতরণ করার জন্য নবীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান।


     এই বিভাগের আরো খবর