,

ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার মাধ্যমেই ক্ষুদা ও দরিদ্রমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব

স্টাফ রিপোর্টার ॥ গতকাল রবিবার নবীগঞ্জ ইসলামি শিক্ষা সোসাইটির পক্ষ থেকে ইনাতগঞ্জ ইসলামি একাডেমীতে ২,৩ ও ৪ নং ইউপির বন্যা, দূর্গত ও দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী তোলে দেন নবীগঞ্জ ইসলামি শিক্ষা সোসাইটির চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। এতে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইসলামি একাডেমীর মেনেজিং কমিটির চেয়ারম্যান ডাঃ সিফাত আলী, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রাহমান, ভাইস প্রিন্সিপাল আতিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি ডাঃ মুসলিম উদ্দিন, সহকারী শিক্ষক লুৎফুর রাহমান নূরানি প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ক্ষুদা, দারিদ্র ও সন্ত্রাস মুক্ত ভীতিহীন সমাজ কেবল মাত্র ইসলামের অনুশাসন আল্লাহ ও তাঁর রাসুলের সাঃ এর নিরঙঙ্কুশ আনুগ্যের মাধ্যমেই সম্ভব। সুতরাং সকলকে জিবনের সকল ক্ষেত্রে আল্লাহ ও রাসুল সাঃ এর বিধানের অনুসারী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।


     এই বিভাগের আরো খবর