,

বানিয়াচঙ্গে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সামছু মিয়া (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ ও ডাক্তারের বক্তব্য ময়না তদন্ত রিপোর্ট ছাড়া সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। সংঘর্ষে আরো ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। সামছু মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলী ওরপে লাল মিয়ার পুত্র। সূত্রে জানা যায়, গত শনিবার সামছু মিয়ার পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে। সোমবার সকালে তিনি জানতে পারেন তার প্রতিবেশী ইসমাইল মিয়ার পুত্র আয়াত আলী তার পুকুরে বিষ প্রয়োগ করে। এ নিয়ে একই গ্রামের শাবান মিয়ার পুত্র হাশেম মিয়ার সাথে বাকবিতন্ডা হয়। এ নিয়ে বেশ কয়েকটি সালিশ হয়। সালিশে সমাধান না হওয়ায় গতকাল দুপুরে হাশেম ও সামছু মিয়ার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সামছু মিয়া ও হাশেম ঘটনাস্থলে পৌছে বিষয়টি সমাধানের চেষ্টা করে। এক পর্যায়ে সামছু মিয়া অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সংঘর্ষের সময় মোহন আলী (৩০) নামের একজন আহত হয়েছে। সামছু মিয়ার লোকজন মৃত্যুর বিষয়টি সদর থানাকে অবগত করলে পুলিশ লাশের সুরতহাল তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রাজীব দেব ও সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন আত্মগোপন করেছে।


     এই বিভাগের আরো খবর