,

তিন বাঙালি কন্যা’র ব্রিটেন জয়

সময় ডেস্ক ॥ নিজ দল লেবার পার্টির প্রতি আস্থার প্রতিদান দিয়ে ইতিহাস গড়লেন তিন ব্রিটিশ বাংলাদেশি কন্যা রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও ড. রূপা হক। এর মধ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর হ্যাটট্রিক বিজয়ের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। এ ছাড়া বাকি দুই কন্যাও দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও অপর বাংলাদেশি বংশোদ্ভূত ড. রূপা হক। শুধু তাই নয়, গতবারের চেয়ে ঈর্ষণীয় জনপ্রিয়তা বেড়েছে তিন কন্যারই। বিশেষত টিউলিপ ও রূপা গতবার স্বল্প ব্যবধানে জয়ী হলেও এবার ব্যবধান বাড়িয়েছেন বহুগুণ। তিন কন্যার এ টানা বিজয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের ঘোষিত ফলাফল অনুসারে, পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী রুশনারা আলী এবার ৩৫ হাজার ৫৯৩ ভোটের ব্যবধানে বড় জয় পেয়েছেন। রুশনারা ৪২ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চার্লট চিরিকো পেয়েছেন ৭ হাজার ৫৭৬ ভোট। আর তৃতীয় হয়েছেন অপর বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আজমল মাসরুর। তিনি পেয়েছেন ৩৮৮৮ ভোট। রুশনারা ২০১০ সালে প্রথমবার ১২ হাজার ভোটের ব্যবধানে এবং দ্বিতীয়বার ২৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা রুশনারার জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলায়। সাত বছর বয়সে তিনি মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে যান। জয়ের পর রুশনারা আলী তার প্রতিক্রিয়ায় ব্রেক্সিটের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথা জানিয়েছেন। এ ছাড়া ন্যাশনাল হেলথ সার্ভিস রক্ষা, জব কাট থেকে তরুণদের রক্ষায় কাজ করার প্রতিশ্র“তি দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক আগের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি ব্যবধানে জয় পেয়েছেন। একদিকে পারিবারিক পরিচয়, অন্যদিকে লন্ডনের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে প্রার্থী হওয়ায়। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার দলের প্রার্থী হয়ে তিনি পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট। সাড়ে ১৫ হাজার ভোটের বড় ব্যবধানের জয়ে দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হলেন টিউলিপ। ২০১৫ সালে মাত্র ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন টিউলিপ। জয়ের পর প্রতিক্রিয়ায় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, কনজারভেটিভ যে জনবান্ধবহীন মেনিফিস্ট দিয়েছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি নিজের নির্বাচনী আসনের জন্য অতীতের মতো কাজ করে যাবেন বলে জানান। অপরদিকে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে দ্বিতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্ধী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। গতবার মাত্র ২৭৪ ভোটে জয় পাওয়া রূপা এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে। রূপা হক বিজয়ের পর বলেন, ন্যাশনাল হেলথ সার্ভিসকে রক্ষা করা, শিক্ষা খাতকে আরও উন্নত করার জন্য তিনি নিয়মিত কাজ করে যাবেন। স্থানীয় ভোটাররা বলছেন, গত মেয়াদে ব্রিটিশ বাংলাদেশি তিন কন্যা পার্লামেন্ট থেকে শুরু করে কমিউনিটির বিভিন্ন ইস্যুতে সরব থাকায় মূলধারা মিডিয়াতে বেশ আলোচিত ছিলেন। নিজের নির্বাচনী আসনের বিভিন্ন ইস্যু নিয়ে সামনের সারিতে থাকায় তাদের এই ঈর্ষণীয় জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।


     এই বিভাগের আরো খবর