,

ভাইয়ের দাবি হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বাহুবলে অভিমানী স্ত্রীকে ঘরে ফেরাতে ব্যর্থ ॥ স্বামীর আত্মহত্যা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার কসবা করিমপুরে শ্বশুর বাড়ি থেকে আব্দুল কদ্দুছ (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ভাই কামাল মিয়ার দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। গত রবিবার রাতে কসবা করিমপুর গ্রামের শ্বশুর আব্দুল হান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বাহুবল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহত আব্দুল কদ্দুছ হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের আব্দুল আউয়ালের পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ১০ বছর আগে বাহুবল উপজেলার কসবা করিমপুর গ্রামের আব্দুল হান্নানের ১ম স্বামীর ঔরষজাত কন্যা ফরিদা বেগমকে বিয়ে দেয়া হয় হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালী গ্রামের আব্দুল হান্নানের নিকট। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তানের জন্ম হয়। স্বামীর সাথে ঝগড়া-বিবাদের জের ধরে ফরিদা বেগম গত ১৫ দিন আগে রাগ করে তার মা মোছাঃ আনোয়ারা বেগমের ২য় স্বামী আব্দুল হান্নানের বাড়িতে চলে যায়। খবর পেয়ে রোববার রাতে আব্দুল কদ্দুছ তার স্ত্রীকে তার বাড়িতে ফিরিয়ে নিতে আব্দুল হান্নানের বাড়িতে যায়। কিন্তু ফরিদা ফিরে আসতে রাজি না হওয়ায় ওই বাড়িতেই থেকে যায় কদ্দুছ। গতকাল সকালে ওই বাড়িতে কদ্দুছের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এদিকে হাসপাতালে মৃত কদ্দুছের ভাই কামাল মিয়া জানান, তার ভাই আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর