,

বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রূপকার ॥ নবীগঞ্জে বিদ্যুৎ উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী

ইমন চৌধুরী ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলার নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এ গ্রামে ২৩ লক্ষ ৩৩ হাজার ৮০০ টাকা ব্যয়ে নির্মিত লাইনে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল বৃহস্পতিবার তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলার কাজির বাজার দাখিল মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার। ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৮ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ’৬৬ এর ৬-দফা, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭০ এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি (বঙ্গবন্ধু) নেতৃত্ব দেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে ‘ভিশন ২০২১’ এবং ‘ভিশন ২০৪১’ ঘোষণা করেছেন উল্লেখ করে এমপি কেয়া চৌধুরী বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে, এ জন্য প্রয়োজন সকলের সমন্বিত প্রয়াস।’ তিনি বলেন, জননেত্রীর উপহার হিসেবে বাগাউড়ার ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করে গেলাম। তিনি বলেন, কাজির বাজার মাদরাসার উন্নয়নে কাজ করব। যত দ্রুত সম্ভব এখানে একটি ভবন নির্মাণে বরাদ্দ এনে দেওয়া চেষ্টা করছি। উন্নয়ন চলমান রয়েছে, থাকবে। তাই উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে তিনি সবার প্রতি আহবান জানিয়েছেন। এসব সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি মিনু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ছোবা, ২নং ইউপি সাবেক চেয়ারম্যান মেহের আলী মালদার, ১নং ইউনিয়ন চেয়ারম্যান সত্যজিৎ দাস, বীর মুক্তিযোদ্ধা রফিক মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ শফিকুর রহমান, পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, যুবলীগ আহবায়ক তৈয়বুর রহমান, ৭নং করগাওঁ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, একাডেমীক সুপার ভাইজার শাহানাজ ইসলাম, যুবলীগ আহবায়ক তৈয়বুর রহমান, বাজার কমিটির সভাপতি আব্দাল মিয়া, পল্লী বিদ্যুতের এজিএম সোহেল রানা, প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ, মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গ্রামবাসী, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর