,

ব্যবসায়ীদের সিন্ডিকেট ॥ বিপাকে ক্রেতারা ॥ ঈদকে সামনে রেখে মসলা পন্যের মূল্য বৃদ্ধি

জুয়েল চৌধুরী ॥ ঈদুল আযহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে হবিগঞ্জ জেলার বিভিন্ন হাট বাজারে মসলার দাম বাড়তে শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই কোরবানির ঈদের আগে নিত্য প্রয়োজনীয় মসলার দাম বেড়ে যায়। এবারও চিরাচরিত এ নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদে মসলার চাহিদা থাকে বেশি। তাই এ সুযোগকে কাজে লাগিয়ে খুচরো ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে দেন। অজুহাত হিসেবে তারা বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যের মূল্য বেড়ে গেছে। আমাদের বেশি দামে মাল কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। আবার কোন কোন ব্যবসায়ী বলছেন, বাজেটে মসলা আমদানির শুল্ক বাড়ানোর ফলে দাম বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় ক্রেতাদের বাড়ছে ভোগান্তি। সাধারণ ক্রেতাদের দাবী নিয়মিত বাজার মনিটিরিংয়ের মাধ্যমে মসলা জাতীয় পন্যের অতিরিক্ত মূল্য আদায়ের হাত থেকে রক্ষা করা হউক। অতিরিক্ত মূল্য আদায়কারীদের শাস্তির আওতায় আনা প্রয়োজন বলেও মনে করেন অনেকে। গতকাল সরেজমিনে বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, জিরা ৪০০ টাকা, এলাচি ১ হাজার টাকা, গোল মরিচ ১২শ, কালো মরিচ ৮শ টাকা, লং ১ হাজার টাকা, দারুচিনি ৩শ টাকা করে বিক্রি হচ্ছে।


     এই বিভাগের আরো খবর