,

চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে বলে দাবি করছে শিশুটির পরিবার হবিগঞ্জ হাসপাতালে এক শিশুর করুন মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে জামিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে তার মায়ের দাবি চিকিৎসার অবহেলায় ওই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হট্টগোলের সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকাল ৪টার দিকে সদর উপজেলার শিকারপুর গ্রামের আলকাছ মিয়ার কন্যা জামিয়া আক্তারকে শ্বাসজনিত রোগের কারণে ভর্তি করা হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। সংশ্লিষ্ট চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ঔষধসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার জন্য শিশু ওয়ার্ডে প্রেরণ করেন। কিন্তু সেখানে নেয়ার পর ওই শিশুকে আয়া ও নার্সরা বিছানায় জায়গা না দিয়ে মেঝেতে জায়গা দেয়। জামিয়ার মা শাহানা জানান, নার্সকে বার বার বলার পর কোন স্যালাইন কিংবা ইনজেকশন দেয়া হয়নি। এমনকি তার শিশুর অক্সিজেন প্রয়োজন হলেও সংশ্লিষ্টরা তা দেননি। উপরন্ত তাকে দায়িত্বরত নার্স ও আয়া গালমন্দ করেন। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে ওই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।


     এই বিভাগের আরো খবর