,

বাহুবলে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান খাদে ॥ সেনা কর্মকর্তাসহ আহত ১০

বাহুবল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর নামকস্থানে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর পিকআপ খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে হাসপাতালে আহতদের উদ্ধার করে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক রহস্যজনক কারণে ১ ঘন্টা সটকে পড়েন। তখন হাসপাতালে হুলুস্থুল শুরু হয়। এ সময় শিক্ষানোবীশ চিকিৎসকরা সেনা সদস্যদের চিকিৎসা দিতে হিমশিম খান। খবর পেয়ে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ হাসপাতালে এলে ইমার্জেন্সির ব্রাদার আব্দুল আওয়াল কৌশলে নিখোঁজ ডাক্তার বজলুর রহমানকে হাসপাতালে ফিরিয়ে আনেন। এরপর পরিস্থিতি শান্ত হয়। বিকালের দিকে আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেনাবাহিনীর উধ্বর্তন নেতৃবৃন্দ। আহতরা হলেন সার্জেন্ট সাহাজ মিয়া (৩৮), ল্যান্স কর্পোরাল আনোয়ার (৩৮), সৈনিক সাগর হোসেন (২৬), সানু মিয়া (২৬), হাসান মিয়া (৩৪), হামিদ মিয়া (২৭) ও মোঃ হোসেন (২৯)। আহত সেনা সদস্যরা জানান, ঢাকা সেনা নিবাস থেকে তাদের বহনকারী পিকআপ ভ্যানটি সিলেট জালালাবাদ সেনাক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে অতিরিক্ত মালবোঝাই ট্রাক ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত ৭ সেনাসদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান, চালক ট্রাক নিয়ে পালিয়ে যাবার সময় ট্রাক আটক করেছে। চালক পালিয়ে গিয়েছে।


     এই বিভাগের আরো খবর