,

হবিগঞ্জে সংখ্যালঘু সংগঠনের জাতীয় সমন্বয় কমিটির স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞীপ্ত ॥ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠন সমূহের জাতীয় সমন্বয় কমিটি কর্তৃক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রধামন্ত্রী বরাবরে ৫ দফা দাবি এবং রোহিঙ্গা সমস্যা সম্বলিত স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী এবং পরিচালনা করেন স্বপন লাল বণিক। এসময় বক্তব্য রাখেন অজিত পাল, জগদীশ মোদক, কমরেড হীরেন্দ্র দত্ত, এডভোকেট গৌরাঙ্গ কুমার শীল, ডাঃ অসিত রঞ্জন দাশ, এডভোকেট স্বরাজ বিশ্বাস, এডভোকে মোরলী ধর দাশ, এডভোকেট সুধাংশু সূত্রধর, এডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য, ডাঃ স্বপন বড়-য়া, এডভোকেট কামরুল ইসলাম, পংকজ ভট্টাচার্য্য, শ্রীমন্ত রায়, আশুতোষ অধিকারী, বিপুল রায়, সজল রায়, দিবাগত দাশ প্রমুখ। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন শংকর পাল, এডভোকেট নিলাদ্রী শেখ পুরকায়স্থ টিটো, নিতেন্দ্র সূত্রধর, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, গোপাল গোপ, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, এডভোকেট তুষার দেব, এডভোকেট বিভুৎস্যু চক্রবর্তী, স্বপন কুমার মজুমদার, বিপ্লব রায় চৌধুরী, নির্মল পাল, কেশব মিত্র, সজল রায়, ধ্র“তজ্যোতি দাশ টিটু, সুভাষ আচার্য্য, সুজিত পাল সঞ্জু, প্রশান্ত ঋষি, কৌশিক আচার্য্য পায়েল, মৃদুল রায়। উক্ত সমাবেশে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা ধর্মীয় জাতীগত সংখ্যালঘু সংগঠন সমূহের সমন্বয় কমিটির ৫ দফা প্রাণের দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জেহার আবেদন জানান। এছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার সরকারের নির্যাতন বন্ধ করার এবং তাদের স্ব স্ব অবস্থানে ফিরিয়ে নেওয়ার জোর দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর