,

যুক্তরাজ্য বিএনপি নেতা হেলাল চৌধুরীর ইন্তেকাল

ছনি চৌধুরী ॥ যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজ সেবক নবীগঞ্জের কৃতি সন্তান হেলাল চৌধুরী (রাজা মিয়া) আর নেই ইন্নালিল্লাহি…………..রাজিউন। নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত হাজী দলাই মিয়া চৌধুরী পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসেন। এয়ারপোর্ট হইতে গাড়ি যোগে দুপুরে নিজ বাড়ীতে আসেন। বিকেল ৪টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বুকে প্রচন্ড বেথা অনুভব করলে পরিবারের লোকজন সাথে সাথে স্থানীয় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল চৌধুরীকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোর রাত ৩.৪০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাহার মৃত্যুতে চরগাঁও গ্রাম ও বিএনপি পরিবার সহ সমগ্র উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তিজীবনে হেলাল চৌধুরী ছিলেন একজন পরউপকারী, সমাজসেবক ও রাজনীতি প্রেমী। দীর্ঘদিন হেলাল চৌধুরী যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। তাহার মৃত্যুকালে ২ মেয়ে ১ ছেলে সহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। তাহার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ¦ শেখ সুজাত মিয়া ও নবীগঞ্জ পৌর বিএনপি সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা ২.১৫ মিনিটে চরগাঁওস্থ শাহী ঈদগাঁও ময়দানে জানাযা অনুষ্ঠিত হবে। উক্ত জানাযার নামাজে ধর্মপ্রাণ মুসুল্লীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর