,

নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ’র দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বশির আহমেদ গত ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১.৪৫ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……… …….রাজিউর)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি নিঃসন্তান অবস্থায় মারা যান। সোমবার বিকেল ৫.২০ টায় ভরগাঁও ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। জানাযায় অংশ গ্রহন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ ইজাজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, মুক্তিযোদ্ধা সোনা মিয়া গাজী, আবুল কালাম, জহির মিয়া, আরজদ আলী, আনিছ মিয়া, গোলাম নবী তালুকদার, এখলাছুর রহমান খান, মোতাহির মিয়া, মনসুর আলম, খালেদ খান, মামুনুর রশীদ, শামছুদ্দিন জনি, ফেরদৌস আহমেদ, সাবেক মেম্বার এলাইছ মিয়া, আছমাউল হোসেন, আঃ রউফ, বর্তমান মেম্বার আলী নেওয়াজ, বিশিষ্ঠ মুরুব্বি ডাঃ আবুল কালাম, আলী আশরাফ, মহসিন মিয়া, খছরু চৌধুরী, তোফাজ্জুল হোসেন, আক্তার মিয়াসহ এলাকার প্রায় হাজারো মুসুল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর