,

নবীগঞ্জে প্রেসক্লাবের ৪টি কমিটি বিলুপ্ত [সাংবাদিকদের বিরোধ নিরসনে সভা ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতিকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা]

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় নবীগঞ্জ প্রেসক্লাবের সৃষ্ট বিরোধ নিরসন কল্পে হবিগঞ্জ জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সমন্বয়ে নবীগঞ্জের সকল সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে এক সভা নবীগঞ্জ ডাক বাংলোতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযাদ্ধা গোলাম মোস্তফা রফিক। বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ তোফাজ্জুল ইসলাম, মোঃ ফখরুল আহসান চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন মিঠু, আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, এটি.এম সালাম, সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, আহমদ আবুল কালাম, নিলুফা ইয়াসমিন, ফখরুল ইসলাম চৌধুরী, সেলিম তালুকদার, এমএ আহমদ আজাদ, মুরাদ আহমদ, শাহ মিজানুর রহমান মিজান, কিবরিয়া চৌধুরী, সলিল বরন দাশ, আলমগীর মিয়া, সরোওয়ার শিকদার, উত্তম কুমার পাল হিমেল, ছনি চৌধুরী প্রমুখ। সভায় দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে নবীগঞ্জ উপজেলার ৪টি প্রেসক্লাবকে বিলুপ্ত ঘোষনা করেন হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক। পরবর্তীতে হবিগঞ্জ জেলা প্রেসক্লবের সভাপতি গোলাম মোস্তফা রফিককে নবীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদকে সদস্য সচিব এবং হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকুকে সদস্য নির্বাচিত করে নবীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এই ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনতন্ত্র মোতাবেক নবীগঞ্জের প্রকৃত সাংবাদিকদের বাচাই করে নির্বাচনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করবেন।


     এই বিভাগের আরো খবর