,

বিদ্যুতায়নের মধ্য দিয়ে প্রাণের দাবি পূরণ হলো লুকড়া ইউনিয়নের ৫ গ্রামবাসীর দলমত নির্বিশেষে নৌকাকে বিজয়ী করার ঘোষণা এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হলো সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ৫ গ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই কোটি টাকা ব্যয়ে পৃথক অনুষ্ঠানে সুইচ টিপে যাদবপুর, গোপালপুর, গোয়ালনগর, মথুরাপুর ও জয়নগর গ্রামে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। পরে সংসদ সদস্য পৃথক তিনটি জনসভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানগুলোতে প্রায় ৫ হাজার জনতার সমাগম ঘটে। নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে উল্লাস প্রকাশ করেন তারা। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা মার্ককে বিজয়ী করার ঘোষণা দেন ৫ গ্রামবাসী। পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, উন্নয়ন বান্ধব আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, হচ্ছে, আগামীতেও হবে। ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হবে। আর ২০১৮ সালের মধ্যে ৯০ শতাংশ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ল্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কিন্তু হবিগঞ্জ সদর-লাখাইবাসীকে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কিছুদিনের মধ্যেই আমরা এই দুই উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করব ইনশাল্লাহ। তিনি বলেন, একদিকে আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করছে, অন্যদিকে পাকিস্থানের দোসর স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-বিএনপি দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত, জঙ্গিবাদের উত্থান ঘটানোসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে সবাইকে। এমপি আবু জাহির বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে তাদের নেতাকর্মী মোটাতাজা হয়। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা দুর্নীতে ব্যস্ত থাকেন সবসময়। আর এটা তত্ত্বাবধায়ক সরকারের আমলেই জনগণের নিকট পরিস্কার হয়ে গেছে।

IMG_1538তাই জনগণ তাদেরকে ঘৃণা করে। এ সময় শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট এবং বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানালে গ্রামবাসী আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকাকে বিজয়ী করার ঘোষণা করেন। পৃথক জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সোলায়মান মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, লুকড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আক্রাম আলী, লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরহাদ আহমেদ আব্বাস, লুকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউপি সদস্য আহম্মদ আলী প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মীর জালাল, শামীম আহমেদ, যাদবপুর গ্রামবাসীর পক্ষে কয়সর আহমেদ শামীম, মোঃ করিম মিয়া, সিজিল তালুকদার, জামাল তালুকদার, সাহবাজ মিয়া, ধনু মিয়া তালুকদার, খেলু মিয়া তালুকদার আউয়াল মিয়া তালুকদার, আক্রাম মিয়া, গোয়ালনগর গ্রামবাসীর পক্ষে আবু তালিব, আলী সন্দর মিয়া, মোহন কুমার দাস, প্রাণনাথ দাস, হরিধন তালুকদার, হরিপদ দাস, ছাদেক মিয়া, শনি লাল দাস, হরিধন দাস, অল্পনা রাণী দাস, শিরিষ দাস, জয়নগর গ্রামবাসীর পক্ষে রুহুল আমীন, রিয়াজ উদ্দিন, শহীদ মিয়া, হুছন মিয়া, হাজী আবু মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর