,

হবিগঞ্জে আইজিপি কাপ যুব কাবাডিতে চ্যাম্পিয়ন সদর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে হবিগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ৩৭-৩৫ পয়েন্টে বানিয়াচং উপজেলাকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভুঞার সভাপতিত্বে অন্যান্যেও মাঝে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, গোলাম ফারুক, হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক, বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন আহমেদ সাম্মু ও হুমায়ুন খান। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন কোষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক শাহ ফখরুজ্জামান। পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে পুলিশ বলেন-খেলাধুলা মানুষের মন বিকাশিত করে এবং অপরাধ মুক্ত রাখে। তিনি বলেন-আমি হবিগঞ্জে দায়িত্ব নেয়ার পর সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জকে অপরাধ মুক্ত রাখতে। হবিগঞ্জ অপরাধ মুক্ত রাখার জন্য ইতো-আমি নানা কার্যক্রম বাস্তবায়ন করেছি। দায়িত্ব নেয়ার পর শহরের গন্যমান্য জানিয়েছিলেন ফাস্টপোর্টের দোকানগুলো স্কুল, কলেজ শিক্ষার্থীরা ক্লাস বাদ দিয়ে সেখানে গিয়ে অসমাজিক কর্মকান্ড লিপ্ত হচ্ছে। আমি এসব দোকাগুলো অভিযান পরিচালনা করেছি। এসব দোকানগুলোতে ভবিষ্যতে আমার অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও অপরাধ মুক্ত করতে পুলিশের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খেলাধুলার আয়োজন করা হবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে টপি তুলে দেন। বাংলাদেশে কাবাডি ফেডারেশনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্ণামেন্টে ৮টি উপজেলা দল অংশ গ্রহণ করে।


     এই বিভাগের আরো খবর