,

হবিগঞ্জে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫শ কোটি টাকার মানহানি মামলা

জুয়েল চৌধুরী ॥ দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে হবিগঞ্জে ৫শ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বঙ্গবন্ধুর পরিবার ও রাষ্ট্রের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে গতকাল বুধবার মামলাটি দায়ের করা হয়। হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে রুজু করার নির্দেশ দিয়েছেন। মামলাটি দায়ের করেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল। মামলার বাদী মস্তোফা কামাল আজাদ রাসেল বলেন, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসকাব মিলনায়তনে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত একটি মতবিনিময়সভায় মাহমুদুর রহমান কটূক্তি করে বক্তব্য দেন। তিনি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকারসহ দেশকে ভারতের কলোনি হিসেবে আখ্যায়িত করেছেন। যা রাষ্ট্রদোহের সামিল। তিনি আরও বলেন, তিনি যেহেতু আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তাই শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কটুক্তিতে তিনি মানহানীর অভিযোগ করেছেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো। এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো বলেন, আমরা আদালতে ন্যায় বিচার পেয়েছি। বিচারক শুনানী শেষে প্রমাণ চাইলে আমরা অনুষ্ঠানের স্টিল ছবি, সেই অনুষ্ঠানে মাহমুদুর রহমানের বক্তব্যের ভিডির সিডি আদালতে প্রদান করি। এ সময় বাদীর মোবাইলে রেকর্ডকৃত ভিডিও দেখে এবং পর্যালোচনা করে বিজ্ঞ বিচারক এফআইআর পূর্বক মামলা রুজু করার জন্য সদর থানার ওসিকে আদেশ দেন। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, এখনো আদেশের কপি থানায় পৌছেনি। কপি এলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর